ক্রিসের স্বপ্ন ছিল বড় হয়ে বড় পুলিশ কর্মকর্তা হবে। কিন্তু তার ছোট্ট শরীরে তখন বাসা বেঁধেছিল লিউকেমিয়া নামের দুরারোগ্য এক রোগ। তখনই ক্রিসের জীবনে ইচ্ছাপূরণ দৈত্য হয়ে আসে তার পরিবারের পরিচিত পুলিশ কর্মকর্তা টমি অস্টিন। ক্রিসের ইচ্ছা পূরণ করতে তাকে এক দিনের জন্য পুলিশ কর্মকর্তার পদ দেওয়া হয়।