ঈদের টানা ১০ দিন ছুটির পর আজ থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। রোববার (১৫ জুন) সকালে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা, ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে সচিবালয়সহ বিভিন্ন দফতরে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে ৪ জুন (মঙ্গলবার) ছিল শেষ কর্মদিবস।

 

৫ জুন (বুধবার) থেকে শুরু হয় ঈদের ছুটি। ৭ জুন সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। প্রাথমিকভাবে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়, পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি যুক্ত হলে ছুটির পরিসর দাঁড়ায় ১০ দিনে। ছুটির শেষ দিন ছিল ১৪ জুন (শনিবার)।

 

ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীমুখী মানুষের ঢল দেখা গেছে। বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ফিরেছেন অসংখ্য মানুষ। গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কমলাপুর এলাকায় ছিল যাত্রীদের ভিড়। বড় বড় বাস কোম্পানিগুলোর পাশাপাশি লোকাল বাসেও ফিরেছেন অনেকে।

 

The post ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে অফিস appeared first on Ctg Times.