উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, শুক্রবার (১৩ জুন) বিকেলে সাতলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে রাত ২টার দিকে পশ্চিম সাতলা ২ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে এবং আগুন দিয়ে অফিসের চেয়ার ও আসবাবপত্র পুড়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় আবু তালেব ফকির ঘটনাস্থলে গিয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শনিবার (১৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হাওলাদার, সাতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ব্যাপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইছহাক বালীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারা অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের অচিরেই শনাক্ত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অস্থায়ী কার্যালয়টিতে ভাঙচুর চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। কে বা কারা কাজটি করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।
The post সাতলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর-আগুন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.