আজ রোববার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন ‘১৭তম আবেদন বঞ্চিত নিবন্ধিত শিক্ষক সংগঠন’।
তারা বলেন- দীর্ঘ সময় ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়া ঝুলে থাকার কারণে কোভিডকালীন প্রায় ৭৫০ জন প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। এতে তারা চাকরির প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।
সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে অন্যতম দাবি হলো—আবেদনের বয়সসীমা ৩৫-এর মধ্যে থাকা প্রার্থীদের আরও একবার আবেদন করার সুযোগ দেওয়া। তারা বলেন, দীর্ঘ চার বছরের অপেক্ষার পরেও আবেদন না করতে পারা একটি বড় বৈষম্য এবং এটি চাকরি প্রাপ্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে একটি বড় অংশকে।
অপরজন জানান, নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকা এবং আবেদন প্ল্যাটফর্মে আমাদের অন্তর্ভুক্ত না করায় আমরা চূড়ান্তভাবে বঞ্চিত। সরকার যদি চায়, এই সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।
The post শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন বঞ্চিতদের ‘লং মার্চ টু সচিবালয়’ appeared first on Ctg Times.