ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে আটকা পড়েছেন ইন্টার মিলানের ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। শনিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। ৩২ বছর বয়সী তারেমি গত সপ্তাহে ইরানের জাতীয় দলের হয়ে খেলতে নিজ দেশে ছিলেন।
বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোলও করেন তিনি। কিন্তু আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
ইন্টারের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন, ‘তারেমি এখনো তেহরানে আছেন। চলমান সংঘাতের কারণে ফ্লাইট পাওয়া যাচ্ছে না।’
মঙ্গলবার (১৭ জুন) পাসাডেনার রোজ বোলে মেক্সিকান ক্লাব মোন্তেরের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ অভিযানের সূচনা করবে ইন্টার। এ ম্যাচ দিয়েই নতুন কোচ ক্রিশিয়ান চিভুর যাত্রা শুরু হচ্ছে। সদ্য বিদায়ী কোচ সিমোনে ইনজাগির জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর সরে দাঁড়ান ইনজাগি।
The post ইরান-ইসরায়েল সংঘাতে আটকা পড়েছেন ইন্টার মিলান তারকা appeared first on Ctg Times.