যশোরের অভয়নগরে বিদেশ ফেরত যুবক হাসান শেখকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার (১৫ জুন) সকালে নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান শেখ অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এই ঘটনায় অভয়নগর থানা পুলিশ সন্দেহজনক দুই যুবককে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাসী জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। এরপর গত দুই মাস আগে তিনি বিয়ে করেন। শনিবার প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। রোববার ভোরে স্থানীয়রা নাউলি গ্রামের একটি মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে কেউ তা জানাতে পারেনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। অবশ্য তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম

The post যশোরে বিদেশ ফেরত যুবককে গলাকেটে হত্যা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.