আজ (১৪ জুন) জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই দেশটি তাদের আকাশপথ পুনরায় চালু করেছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাতভর বন্ধ থাকার পর বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর আবার কার্যক্রম শুরু করেছে।
ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আকাশসীমা বন্ধের সময় যে নিরাপত্তা ঝুঁকি ছিল, তা এখন কাটিয়ে উঠা গেছে।
ইসরায়েলের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা এল আল জানিয়েছে, তারা পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক সময়সূচিতে ফেরার চেষ্টা করছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলের সঙ্গে বিশ্বের সংযোগ বজায় রাখতে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি ছিল ইরানের প্রথম সরাসরি প্রতিশোধমূলক আক্রমণ, যা গোটা অঞ্চলে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
সূত্র- আলজাজিরা
The post আকাশসীমা খুলে দিল লেবানন-জর্ডান-ইরাক appeared first on Ctg Times.