সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আ.লীগের সংরক্ষিত নারী আসেনের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে মাদকাসক্ত সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত স.ম রুহুল আমিন ও মিসেস রিফাত আমিন দম্পতির ছেলে। রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও আ’লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন। রিফাত আমিন বর্তমানে বিদেশে বসবাস করেন।
জানা যায়, শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে যৌথবাহিনীর অভিযানের শুরুতেই দুইতলা হতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় যৌথবাহিনী রুমনকে আটক করে। পরে বাড়ীতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।
সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেত্রী রিফাত আমিনের ছেলে রুমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে ৩ শতাধিক ইয়াবা বড়ি ও একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। এঘটনায় সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে
The post যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আ’লীগের সাবেক মহিলা এমপির ছেলে আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.