গত শুক্রবার রাতে ময়মনসিংহ পতিতা পল্লীর গাঙ্গীনার পাড় গেইটে কথিত ছিনতাই ঘটনা কুখ্যাত মাদক ব্যবসায়ী শরীফ নাটকীয় ভাবে বর্ণনা করেছে। কোতোয়ালী মডেল থানায় তার নামে ৩ টি মামলা রয়েছে।
পতিতা পল্লীর গেইটে কথিত ছিনতাই ঘটনা তাৎক্ষনিক প্রচার চালায় একদল ছিনতাইকারী শরীফকে ছুড়িকাঘাত করে ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। তার পর তাকে পথচারীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসা নিচ্ছে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদে জানা যায়, পতিতা পল্লীতে নারী ঘটিত ব্যপারে বিরোধের জের ধরে তার পরিচিতদের সাথে মারামারি ও ছুড়িকাঘাতের ঘটনা ঘটে। অথচ ঘটনার সময় আহত হয়ে শরীফ উপস্থিতিদের ৩ লাখ টাকা ছিনতাইয়ের প্রচার করে। ঘটনা ব্যপক আলোচনায় আসলে শরীফ এর কাছে প্রকৃত ঘটনা দফায় দফায় জানতে চাওয়া হয়। এর পরেই বেড়িয়ে আসে টাকার ঘটনা সঠিক নয়, পতিপক্ষকে ফাঁসাতে ৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা প্রচার করে। পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনায় ব্যপক তৎপর হন এবং প্রকৃত ঘটনা বেড়িয়ে আসে। তবে এ ব্যপারে এখনো কোন মামলা হয়নি।
The post শরীফ প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাইয়ে প্রচার চালিয়েছিল appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.