ভেনিসের ধনকুবের মেয়র লুইজি ব্রুনিয়ারো গত মার্চে নিশ্চিত করেন, এই জুটি ভেনিসেই বিয়ে করতে যাচ্ছেন। এর পর থেকেই সক্রিয় হয়ে ওঠে প্রতিবাদকারীরা।