তোমার হাতে ছিল না গোলাপ, ছিল না কথা বেশি,
তবু একমুহূর্ত—ঘুমন্ত কপালে তোমার চুমু—
আজও বুকের ভেতর রাশি রাশি স্নেহ হয়ে বাজে।
তুমি কিছু বলো না, তবু সব বলেছ,
তোমার ভালোবাসা শব্দ ছাড়াও বুঝে ফেলেছি।
বাবা, আমি আজ বড় হয়েছি হয়তো,
তবু সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছে তোমার চুমুর তলায়।