শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আগামী ১৭ জুন থেমে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা।

The post বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করলো শ্রীলঙ্কা appeared first on Bangladesher Khela.