চাকরির সুবাদে আবাসিক বাসস্থান হিসেবে বেইলি রোড নীহারিকায় বরাদ্দ পেয়েও বাবা সেই জায়গা ছেড়ে আমাদের নিয়ে উঠেছিলেন আজিমপুর কলোনিতে। যেন তাঁর সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ আরও সব প্রতিষ্ঠিত স্কুল-কলেজের শিক্ষকের সন্তানদের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ পায়। হয়েছেও তাই। আমরা ভাইবোনেরা সম্পূর্ণ স্কুল আর কলেজ সময়টায় হেঁটে হেঁটে পদব্রজেই সব শিক্ষকের বাড়ি বাড়ি জ্ঞানার্জন করে বেড়িয়েছি।