নগর প্রতিনিধি:

ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রম চলমান ছিল।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানান, বরিশাল মহানগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনসমূহে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া দাবি হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার জন্য পরিবহনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫ টি পৃথক মামলায় সর্বমোট ৯৮ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ৬ টি পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত আদায়কৃত সর্বমোট ২২ হাজার ৩৫০ টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অপরদিকে সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট হতে কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানগুলোতে জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ বরিশালের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

The post বরিশালে লঞ্চ-বাসে প্রশাসনের অভিযান ! লাখ টাকা জরিমানা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.