একদিন আগে গলে পৌঁছার পরও হোটেলবন্দী থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তুমুল বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে হোটেলবন্দী থাকা ছাড়া উপায়ও নেই। তবে, সবকিছু কাটিয়ে আজ রোববার থেকে অনুশীলন শুরু করতে পেরেছে টিম টাইগাররা।

অনুশীলন শুরু করতে পারলেও সেখানে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা যাওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ তিনি। দলীয়সূত্রে জানা গেছে, তার জ্বর। চিকিৎসা চলছে। অসুস্থতা কমে আসলেও আজ অনুশীলন করতে নামেননি তিনি। কোচ সিমন্স জানিয়েছেন, আজ সন্ধ্যার পর ঔষধে কাজ হলে, তার শরীর আরেকটু সুস্থ হলে আগামীকাল (সোমবার) হয়তো অনুশীলন করতে নামতে পারবেন তিনি।

গলে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। সেখানে তিনি মিরাজের অসুস্থতার কথাও তুলে ধরলেন। জানালেন, মিরাজ খেলতে না পারলে ম্যাচে তার দায়িত্বটা অন্য কাউকে নিতে হবে। মিরাজ না থাকাটা দলের জন্য একটু সমস্যারই। তবে অন্য একজন সুযোগ পাবেন, ফলে এটা মধুর সমস্যা।

মিরাজের সর্বশেষ অবস্থা জানিয়ে ফিল সিমন্স বলেন, ‘গত দুই দিনে সে অনেকটাই ভালো আছে। আমরা দেখব সন্ধ্যায় ওষুধের পর সে কেমন থাকে। আশা করি, কাল অনুশীলন করতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

মিরাজের অসুস্থটা একটু মধুর সমস্যার। এটা জানিয়ে সিমন্স বলেন, ‘এটা (মিরাজের অসুস্থতা) নিশ্চয়ই চিন্তার। তবে একজনের সমস্যা অন্যজনের জন্য সুযোগ এনে দেয়। দলের সবাই চায় মিরাজ সুস্থ হয়ে উঠুক, কিন্তু তারা এ–ও জানে, যদি মিরাজ না-ও খেলতে পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা সমস্যা, তবে সমস্যাটা মধুর।’

২০১৩ সালে এই গলেই প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। ফিল সিমন্সের কাছে এ প্রসঙ্গটা উঠে এলো। তিনি বলেন, ‘আমি চাই সে যেন খেলাটা উপভোগ করে। ওই ইনিংস যেমন সে আনন্দ নিয়ে খেলেছিল, এবারও যেন সেটাই করে, তা-ই চাই। মুশফিকের কাছে আলাদা কোনো প্রত্যাশা নেই- সব খেলোয়াড়ের কাছেই আমার চাওয়া একই থাকবে।’

ওয়ানডে অধিনায়ক থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয়া হয়েছে। বিষয়টার প্রভাব কি মাঠে শান্তর ওপর পড়বে। সিমন্স তেমনটা মনে করেন না। তিনি বলেন, ‘আমি একেবারেই মনে করি না যে এটি ওকে প্রভাবিত করবে। মাঠে নামলে নাজমুল শুধু ক্রিকেট নিয়েই ভাবে, বাইরের বিষয় আমরা দেখি। তাই এটা ওর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’

গলের উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘উইকেটটা দেখতে ভালোই লাগছে। আগামীকাল আরেকটু রোল আর কাট হলে আসল চেহারা বোঝা যাবে। এখানে সব সময়ই স্পিন ধরে, প্রশ্নটা শুধু কতটা ধরবে।’

 

The post গলে অনুশীলন করতে পারলেন না ‘অসুস্থ মিরাজ’ appeared first on Bangladesher Khela.