চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
রোববার পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। তাদের মধ্যে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, পূর্বের ভর্তিকৃত ৩৯ জন রোগীর মধ্যে মধ্যে ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে গত শনিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ৫৬৪ জন।
The post চাঁপাইয়ে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০, একজনকে রাজশাহীতে স্থানান্তর appeared first on সোনালী সংবাদ.