স্টাফ রিপোর্টার: রোববার ছিল আষাঢ়ের প্রথম দিন। দিনের দ্বিতীয় প্রহর থেকেই কখনো থেমে থেমে আবার কখনো বিরামহীন ভাবে চলেছে বৃষ্টি। প্রায় ১০ দিনের ভ্যাপসা গরম শেষে এই বৃষ্টি রাজশাহীতে জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

বৃষ্টিতে অফিস ফেরত ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিড়ম্বনায়। গতকাল রাজশাহীতে কি পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার বেলা ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৪ জুন রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে।

এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি কয়দিন চলতে পারে বলতে না পারলেও আগামী আরও দুইদিন বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

The post কথা রেখেছে আষাঢ় appeared first on সোনালী সংবাদ.