কদিন আগেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ইনজুরিতে দলের সেরা তারকা উসমান দেম্বেলে ছিটকে যাওয়ায় ফিফা ক্লাব বিশ্বকাপে পা হড়কানোর শঙ্কা ছিল তাদের। নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ায় অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি স্প্যানিশ ক্লাবটি। বল দখল কিংবা আক্রমণে, সবখানেই যোজন যোজন এগিয়ে ছিল পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে নিয়ে অন টার্গেটে ১১টি শটও নিয়েছে তারা। বিপরীতে অ্যাথলেটিকো একটি মাত্র অন টার্গেট শট নিতে পেরেছে।

পাসাডেনার ঐতিহাসিক রোজ বাউলে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকে একচেটিয়া দাপট দেখায় পিএসজি। ম্যাচের ১৯তম মিনিটেই দুর্দান্ত দূরপাল্লার শটে ফরাসি ক্লাবটিকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। বিরতির ঠিক আগমুহূর্তে অ্যাথলেটিকোর আক্রমণ ব্যর্থ করে পাল্টা আক্রমণে গোল করেন ভিতিনহা, যিনি ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অ্যাথলেটিকো। ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলটি ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি, কারণ আগে অ্যাথলেটিকোর ফুটবলার কোকে পিএসজির ডেজিরে দুয়েকে ফাউল করেছিলেন। অ্যাথলেটিকোর দুর্দশা আরও বাড়ে ৭৮ মিনিটে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেমাঁ লংলে।

এরপর সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন আলেকজান্ডার সারলোথ। ৮৭ মিনিটে পিএসজির বদলি খেলোয়াড় সেনি মায়ুলু ব্যবধান ৩-০ করে দিলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে লি কাং-ইনের পেনাল্টি শটে আসে চতুর্থ গোল। এমন দুর্দান্ত শুরুর পর পিএসজির সামনে এখন বিশ্বসেরা ক্লাব হওয়ার বড় সুযোগ।

ম্যাচ শেষে ভিতিনহা বলেন, ‘ফুটবলে সবচেয়ে কঠিন হলো ধারাবাহিকতা ধরে রাখা। আমরা সেটা করতে চাচ্ছি। আজকের পারফরম্যান্স ছিল দারুণ, দল হিসেবে শুরুটা অসাধারণ হয়েছে।’ আগামী বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পিএসজি, আর অ্যাথলেটিকো সিয়াটলে মুখোমুখি হবে মেজর লিগ সকার ক্লাব সিয়াটল সাউন্ডার্সের।

 

খুলনা গেজেট/এনএম

The post অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল পিএসজি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.