এ যেন নিয়তির নির্মম পরিহাস। ভাঙা ভাঙা সুরে কথা বলে চারপাশ মাতিয়ে রাখতো তিন বছরের ছোট্ট শিশু মানারুল ইসলাম তাওহিদ। তবে কথার সুর স্পষ্ট ফুটে ওঠার আগেই পৃথিবীকে জানিয়েছে চিরবিদায়। তার পাশের কবরেই ঠাঁই হয়েছে মা ফারহানা আক্তার সুমির। তাদের পাশেই কবর দেওয়া হয়েছে সুমির চাচাতো দেবর সাইফুল ইসলামকে।
সড়ক দুর্ঘটনায় একই বাড়ির তিনজনের মৃত্যুর এমন করুণ দৃশ্য দেখে কাঁদছে পুরো এলাকার মানুষ। রোববার (১৫ জুন)… বিস্তারিত