অনলাইন ডেস্ক: ইসরাইলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান।
পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছে। বেড়েছে সংঘাতের তীব্রতা। এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ‘ইসরাইলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে।’
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যে, ‘আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না।’
শুক্রবার সকালে ইসরাইল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে, যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরাইল। এরপর ইসরাইলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এদিকে, ওই কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে বলেছেন যে, ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে তথ্য জানানো হয়েছে তা ভুল।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়ও সাড়া দেয়নি।
The post ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের appeared first on সোনালী সংবাদ.