মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

এম বি জানডা লঞ্চ মুলাদী মিথ্যার হাট থেকে ছেরে আসা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে শৌলা ঘাটে থামে।

 এই ঘাট থেকে বেশ কিছু যাত্রী ওঠেন, আগে থেকে কিছু বিছনার চাদর বিছানো ছিল, কিন্তু চাদরে কোন যাত্রী না থাকায়, শৌলা থেকে উঠা যাত্রীরা ওখানে বসতে চাইলে কিছু অসাধু ব্যবসায়ী চাঁদর প্রতি  ১৫০০ টাকা দাবি করেন যাত্রীরা টাকা দিতে অস্বীকার করলে হরিনাথপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি পদপ্রার্থী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেক মাঝি ঘটনাস্থলে উপস্থিত থেকে  তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর নিয়ে সাধারণ নিরীহ বেস কিছু যাত্রীদের উপর হামলা চালায়এতে মহিলা পুরুষ সহকারে ১৫ জন যাত্রী আহত হন।

পরক্ষণে লঞ্চের আরো অন্যান্য যাত্রীরা মিলে খালেক মাঝিকে মারদোর করেন, কিন্তু ক্যাডার বাহিরে পালিয়ে যান, সাধারণ যাত্রীদের বক্তব্য এই লঞ্চ ঘাট থেকে উঠলে প্রতিনিয়ত খালেক মাঝির চাঁদার কবলে পড়তে হয় সাধারণ নিরহ যাত্রী।

লঞ্চের স্টাফদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান, তারা এই এলাকার প্রভাব খাটিয়ে অস্ত্রের মুখে এই ধরনের কার্যকলাপ করেন। এতে লঞ্চের এক স্টাফের কাছে জানতে চাইলে বলেন এতে লঞ্চের কোন লোক জড়িত নন।

আরো জানান তাদের লঞ্চ এই রোডে চলতে হলে তাদেরকে চাঁদা দিয়ে চলতে হয়,লঞ্চ স্টাফ এর নাম বলেননি কারণ সবসময় এই রোডে চলাফেরা করেন তার নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হয়নি ।

শৌলা, আবুপুর দিয়ে কোন মাছ, পান এবং অন্যান্য মালামাল লঞ্চে ঢাকা নিতে হলে এই খালেক মাঝিকে চাঁদা দিয়ে লঞ্চে উঠাতে হয় এ বিষয়ে বেশ কিছু ব্যবসায়ীরা অভিযোগ করেন।

The post লঞ্চে চাঁদা চাইতে গিয়ে হরিনাথপুরের বিএনপি সভাপতিপ্রার্থী খালেক মাঝি গণধোলাইয়ের শিকার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.