খুলনায় দুই মাদক কারবা‌রি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। পাশাপা‌শি তা‌দের প্রত্যেক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ১ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদাল‌তের বিচারক সু‌মি আহ‌মেদ এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী শু‌ভেন্দু রায় চৌধুরী। ত‌বে রায় ঘোষণার সম‌য়ে সাজাপ্রাপ্ত ওই দুই আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন না।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, দৌলতপুর থানাধীন ব‌ণিকপাড়া খানাবা‌ড়ির বা‌সিন্দা জাহাঙ্গীর হো‌সে‌নের ছে‌লে মোঃ নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানাধীন মি‌রেরডাঙ্গা রং মিল সংলগ্ন সাগর ভিলার বা‌সিন্দা শেখ আশরাফুল ইসলা‌মের ছে‌লে জু‌য়েল মাহমুদ সাগর।

আদাল‌তের সূত্র জানায়, ২০১৫ সা‌লের ৩০ জুলাই রাতে খুলনার খা‌লিশপুর থানার পু‌লিশ গোপন সংবা‌দের মাধ্যমে জান‌তে পা‌রে দুইজন যুবক এক‌টি লাইল‌নের ব্যাগে ৪০ বোতল ফে‌ন্সি‌ডিল নি‌য়ে খা‌লিশপুর হ‌য়ে দৌলতপু‌রের দি‌কে যা‌বে। এমন সংবাদ পে‌য়ে ওই রা‌তে খা‌লিশপুর থানার পু‌লিশ গোয়ালখালী কবরস্থা‌নের সাম‌নে চেক‌পোষ্ট ব‌সি‌য়ে তল্লা‌শি কর‌তে থা‌কে। রাত ১১ টা ১০ মিনি‌টের দি‌কে এক‌টি মোটরসাইকে‌লে ২ জন জোড়া‌গেট পার হ‌য়ে সাম‌নে দি‌কে যাচ্ছে। এ সম‌য়ে পু‌লিশ মোটরসাইকেল‌টি‌কে সিগনাল দি‌লে তারা গ‌তি ক‌মিয়ে পুনরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ একপর্যা‌য়ে তা‌দের কা‌ছে থাকা লাইল‌নের ব্যাগে ৪০ বোতল ফে‌ন্সি‌ডিল আছে ব‌লে স্বীকার ক‌রে। উপ‌স্থিত জনতার সাম‌নে পু‌লিশ ওই ব্যাগ থে‌কে উল্লে‌খিত প‌রিমাণ ফে‌ন্সি‌ডিল বের ক‌রে।

এ ঘটনায় ওইদিন রা‌তে খা‌লিশপুর থানার এসআই ম‌তিউর রহমান বাদী হ‌য়ে ওই দুই মাদক কারবা‌রির বিরু‌দ্ধে মাদক আইনে মামলা দা‌য়ের ক‌রেন এবং একই বছ‌রের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হো‌সেন তা‌দের দুইজনকে আসা‌মি ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম

The post খুলনায় দুই মাদক কারবা‌রি‌র যাবজ্জীবন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.