বিশেষ প্রতিনিধি:

বরিশালে বিএনপির বিভাগীয় মতবিনিময় সভায় রোববার তোপের মুখে পড়েছেন জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। আওয়ামীঘেঁষা নেতাদের দলে যুক্ত করার চেষ্টা করায় কেন্দ্রীয় টিম তাঁকে ভর্ৎসনা করেছেন।

এদিকে দক্ষিণ জেলা বিএনপির একাংশ বর্তমান কমিটিকে মেয়াদ উত্তীর্ণ এবং অকার্যকর দাবি করে তা ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য বিভাগীয় টিম লিডার আবদুল আউয়াল মিন্টুকে অনুরোধ জানিয়েছেন। সভায় আগামী ২ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে সব কমিটি করার তাগিদ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বরিশাল ক্লাবে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় টিম লিডার আবদুল আউয়াল মিন্টু। ওই সভায় প্রধান অতিথি গোটা বিভাগের সব ইউনিটের সম্মেলন দ্রুত শেষ করার তাগিদ দেন। তিনি নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।

সভার একপর্যায়ে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় এক নেতা তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করবেন না।’

জানতে চাইলে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, সভায় কমিটি নিয়ে কোনো কথা হয়নি। কেউ অসন্তোষও প্রকাশ করেনি। বাইরে কিছু হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তাঁদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি। শিগগির সম্মেলন করা হবে।

জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, জুলাই মাসের মধ্যে সম্মেলন করার জন্য কেন্দ্রীয় নেতারা তাগিদ দিয়েছেন। তাঁরা চেষ্টা করবেন এ সময়ের মধ্যে কমিটি করতে। তিনি বলেন, একটি গ্রুপ আগেও কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের দাবি করেছিল। কিন্তু নেতারা মতবিনিময়ে এসব বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি। শাহিন জানান, আহ্বায়ক আবুল হোসেন বাকেরগঞ্জের এমপি প্রার্থী। তিনি বাকেরগঞ্জের অব্যাহতি পাওয়া এক নেতার বিষয়ে সুপারিশ করেছিলেন।

এদিকে সভার পর বিএনপির কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেন মেবুলের নেতৃত্বে একদল নেতা আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে বিএনপির নেতা মেবুল বলেন, তাঁরা মিন্টুকে বলেছেন, ৩ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি তারা না করতে পারলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন কমিটি করে দিক। বর্তমান কমিটির লোকজনের সম্মেলন করার যোগ্যতা নেই। আহ্বায়ক থাকেন বাকেরগঞ্জ নিয়ে। তাঁরা পকেট কমিটি করার পাঁয়তারা করছেন।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে। আহ্বায়ক আবুল হোসেন বাকেরগঞ্জে একজন আওয়ামীঘেঁষা নেতাকে দলে প্রবেশের সুপারিশ করেছেন। এ বিষয়ে তাঁকে সভায় সতর্ক করা হয়েছে। সব কমিটির নেতাদেরকে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

The post বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক তোপের মুখে, সম্মেলনের নির্দেশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.