বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোনসহ তেহরান থেকে মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি রোববার (১৫ জুন) বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আল-মাহদি বলেন, দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ… বিস্তারিত