নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন গোরস্তান রোড এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ রাহাত খাঁন (২৪), পিতা মোঃ চান মিয়া, বাসিন্দা আলেকান্দা, ২১নং ওয়ার্ড, কোতয়ালী, বরিশাল। তিনি জানান, গত ১৫ জুন ২০২৫ ইং তারিখ, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে তার মোটরসাইকেলটি গোরস্তান রোড এলাকার মানু মিয়ার লেনের সামনে থেকে চুরি হয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বরিশাল মেট্রো-ন-১১-৩৬০৭। এর ইঞ্জিন নম্বর BGA1421475, ট্যাক্স টোকেন নম্বর 2279714421 এবং চেসিস নম্বর MBSNGABAH H9110676।
ঘটনার পর ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

The post বরিশালে গোরস্তান রোড থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.