মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদের উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১৬ জুন) বেলা ১১ উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মরদেহটি জোয়ারের পানির সাথে ভেসে এসে নদীর তীরবর্তী জিও ব্যাগের সাথে আটকে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে। তবে মরদেহটি কোনো জেলের লাশ হতে পারে বলে ধারনা করছেন স্থানীয় উৎসুক জনতা।

খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পাহারায় রাখে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পার্শবর্তী বোরহানুদ্দিন উপজেলা থেকে নৌ পুলিশ ছুটে এসেছে ঘটনাস্থলে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হবে।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান কবির জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। নৌপুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। এবং এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

The post মনপুরায় মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.