কয়েক দিন আগের ভয়াবহ প্লেন দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনো দগদগে। সেই ধাক্কা কাটতে না কাটতেই আবারও মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার হংকং থেকে দিল্লি যাওয়ার সময় আচমকা গতিপথ ঘুরিয়ে ফিরে গেছে হংকংয়ে।
ফ্লাইট এআই৩১৫ সোমবার (১৬ জুন) হংকং থেকে রওয়ানা হয়ে কিছুটা পথ অতিক্রম করতেই টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান ক্রু সদস্যরা। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার… বিস্তারিত