নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হারের পর সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার, এরপর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ- অনেকের মতে, রিভার্স গিয়ারে চলে গেছে বাংলাদেশের ক্রিকেট। তবে এবার সেটাকে ট্র্যাকে ফেরানোর চেষ্টায় নেমেছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমরা।
টানা ৩ হতাশাজনক সিরিজের পর ঘুরে দাঁড়ানোর মিশনে এবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজটা ঘরের মাঠে হলে কিছুটা স্বস্তিতে থাকা যেত। কারণ অভিজ্ঞতায় পিছিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে কিছুটা এগিয়েই থাকত বাংলাদেশ। তবে পুরো সিরিজটাই লঙ্কান ডেরায় হওয়ায় ঘুরে দাঁড়ানোর চেয়ে মান বাঁচানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
লঙ্কানদের ডেরায় অস্ট্রেলিয়া-ভারতের মতো প্রতিপক্ষকেই রীতিমতো নাকানিচুবানি খেতে হয়। সেখানে আত্মবিশ্বাসের তলানিতে থাকা বাংলাদেশকে নিয়ে খুব বড় আশা করা অনেকটা দিবাস্বপ্ন দেখার মতো বিষয়ই হবে। তবে এখান থেকেও ইতিবাচক ফলাফল নিয়ে আসার পথ দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হান্নান সরকার।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা অনেক কঠিন। শ্রীলঙ্কার কন্ডিশনে আমাদের ফলাফলও তেমন আশানুরূপ নয়। তবে আমাদের বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্ট দলের হিসেবে ওদের চেয়ে আমাদের খেলোয়াড়রা বেশি অভিজ্ঞ….তাই সিনিয়র খেলোয়াড়রা গাইড করতে পারবে। এই সিরিজটা যে ২-০ তে জিততে হবে এমনটা আমি ভাবি না। আমার কাছে মনে হয় সিরিজটা ড্র করতে পারলে সেটাও একটা অর্জন হবে।’
বাংলাদেশ শেষ যে দুটো সিরিজে হেরেছে সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এই দুই সিরিজের ফলাফল দেখে টেস্টের বিচার করতে চান না হান্নান। তার মতে, এই ফরম্যাটে বেশ কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছেন যারা গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।
হান্নান বলেন, ‘পারফরম্যান্সের দিক থেকে শ্রীলঙ্কার তুলনায় আমরা বেশ পিছিয়ে আছি। তবে রেকর্ড দিয়ে তো আর সবসময় বিচার করা যায় না। আসলে টি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়েই তো আলোচনা হচ্ছে, তবে আমাদের টেস্ট দলটা নিয়ে আশা করতেই পারি। আমাদের দলে যারা আছে……..সাদমান টেস্ট বিশেষজ্ঞ, মুমিনুল-মুশফিক খেলছে….শান্তও গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের, মিরাজ রয়েছে…..টি-টোয়েন্টির যে পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে টেস্টে কিন্তু আলাদা করে চিন্তা করার সুযোগ রয়েছে। কারণ আমাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্টে যারা ভালো করবে বা ভালো খেলোয়াড় রয়েছে…. তারা কিন্তু টি-টোয়েন্টিতে ছিল না। তাই টেস্ট নিয়ে আমি ইতিবাচক চিন্তা করতে চাই। টেস্ট জেতা কঠিন হবে কিন্তু অসম্ভব না।’
শ্রীলঙ্কা সিরিজে এক্স ফ্যাক্টর হিসেবে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি মুশফিকুর রহিম এবং শান্তকে এগিয়ে রেখেছেন হান্নান, ‘মিরাজ সবসময়ই ওয়ানডে এবং টেস্টে আমাদের এক্স ফ্যাক্টর হিসেবে ছিল। সে তো আছেই। শ্রীলঙ্কার মাটিতে মুশফিকের রেকর্ড ভালো। যদিও একটু অফফর্মে রয়েছে, তবে শ্রীলঙ্কার মাটিতে যেহেতু খেলে….মুশফিকের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। অধিনায়ক শান্তকে নিয়েও আমি খুব আশাবাদী।’
The post সিরিজটা ড্র করতে পারলেও বড় অর্জন হবে: হান্নান appeared first on Bangladesher Khela.