শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করতে চাইছে টাইগাররা। সিরিজটা প্রতিপক্ষের মাঠে হওয়াতে সেটা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে তো এই সিরিজে দলের জয়ের আশাই রাখছেন না। তাদেরই একজন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সোমবার (১৬ জুন) মোহাম্মদপুরে নিজ বাসভবনের সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখনই শ্রীলঙ্কাকে আমরা ওদের মাটিতে টেস্ট হারিয়ে দেব। একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলা যেত, খেলোয়াড়দের অবস্থা যদি বোঝা যেত…. তাহলে বলা যেত খেলোয়াড়রা এখন মাঠে নামার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী; এখানে অনুশীলন করে ওদের ঘরের মাঠে খেলা অনেক কঠিন। তবে খেলোয়াড়দের সক্ষমতা আছ, যদি ওরা দুটো দিন ভালো খেলে তবে ভালো ফলাফল আসতে পারে।’
নিজেদের ডেরায় শ্রীলঙ্কা বেশ কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে বড় বড় দলগুলোকেই নাকানিচুবানি খাইয়ে দেয় তারা। সেখানে বাংলাদেশের বর্তমান অবস্থা যা, তাতে নান্নুর আশা না রাখা খুব একটা ভুল সিদ্ধান্ত নয়। তবে অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখানে বাংলাদেশ ভালো ফলাফল আনতে পারবে বলে বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ঘরের মাঠে যেকোনো দলের জন্যই খেলা চ্যালেঞ্জিং৷ তবে শ্রীলঙ্কা খুব সহজভাবে নেবে না বাংলাদেশকে সেহেতু অনেকগুলো নতুন খেলোয়াড় রয়েছে স্কোয়াডে। লাল বলের ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি। গত ৬ মাসের পারফরম্যান্স দেখলে…….পার্টিকুলার দিনে সেরাটা না দিতে পারলে অনেক কঠিন হয়ে যাবে এই টেস্টটা। খেলোয়াড়রা যথেষ্ট ভালোভাবে এখান থেকে প্রস্তুতি নিয়ে গেছে। ওখানে গিয়ে দুইদিনের প্রস্তুতি সেশন পাচ্ছে। ওটা শেষ করার পর বোঝা যাবে কার কী অবস্থা চলছে। ভালো ক্রিকেট খেলতে পারলে ওদের চ্যালেঞ্জ দেয়া যাবে।’
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার মুশফিকুর রহিম। এই সিরিজে তিনি দলে থাকলেও সময়টা ভালো কাটছে না তার। ব্যাট হাতে ক্রমাগত অফফর্ম চলছে জাতীয় দলের সবচেয়ে প্রবীণ এই ক্রিকেটারের। নান্নুর বিশ্বাস, নতুন সিরিজে অফফর্ম কাটিয়ে ফিরবেন মুশফিক।
তিনি বলেন, ‘মুশফিকের অফফর্ম তো আগে ছিল। এখন নতুন করে একটা সিরিজ শুরু হচ্ছে। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার, অন্যতম সেরা ক্রিকেটার বাংলাদেশের…..অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের সেরাটা দিলে ও আশা করি অনেক ভালো কিছু করবে।’
মুশফিকের মতো এই সিরিজে লিটনও ঘুরে দাঁড়াতে পারেন বলে মনে করেন নান্নু, ‘টেস্ট ম্যাচে আমি লিটনকে সবসময় এগিয়ে রাখি। কারণ টেকনিকালি অনেক খেলোয়াড়দের চেয়ে সে বেশ ভালো। ও যদি নিজেকে মেলে ধরতে পারে এই টেস্টে অবশ্যই….শ্রীলঙ্কার উইকেট অনেক ভালো, বাউন্স আছে… সেখানে নিজের মতো খেলতে পারলে ওর ভালো কিছু করার সম্ভাবনা আছে।’
পারফরম্যান্স এবং কন্ডিশন বিচারে সিরিজে এমনিতেই পিছিয়ে বাংলাদেশ। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে জুটেছে মেহেদী হাসান মিরাজের অসুস্থতা। জ্বরের কারণে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত অনুশীলন করতে পারেননি সাম্প্রতিককালে এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার। শঙ্কা আছে, আগামীকালের ম্যাচে তাকে না পাওয়ার। ম্যাচের ২৪ ঘণ্টা আগেও তাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। নান্নুর মতে, অসুস্থ থাকলে সেই খেলোয়াড়কে বাদ দিয়ে সেরা দলকে নিয়েই মাঠে নামা উচিত বাংলাদেশের।
তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট বলেছে জ্বর আছে, অনুশীলনের সেশনটা মিস করেছে। তারপরও টিম ম্যানেজমেন্ট এখনও জানায়নি যে খেলবে না। জ্বর হলে বা ইনজুরি হলে তো কিছু করার নেই… রিপ্লেসমেন্ট করে সেরা দলটাকেই নিতে হবে।’
ওপেনিং পজিশন নিয়ে নান্নু বলেন, ‘ওপেনিংটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপর এখান থেকে বলা মুশকিল কারান উইকেটটা ওরা দেখবে। ওরা দেখে সিদ্ধান্ত নেবে কাকে কোথায় খেলাবে। এটা টিম ম্যানেজমেন্টের কাজ, এখান থেকে মন্তব্য করা ঠিক হবে না।’
সম্প্রতি নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজকে। এর আগে টি-টোয়েন্টিতেও তার বদলে অধিনায়ক করা হয় লিটনকে। এর মধ্য দিয়ে ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের যুগে আবারও প্রবেশ করেছে বাংলাদেশ। বোর্ডের এমন পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন নান্নু। তবে শান্ত দুই ফরম্যাটের অধিনায়ক থাকতে পারতেন বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচক।
তিনি বলেন, ‘৩ ফরম্যাটে ৩ অধিনায়ক বোর্ডের সিদ্ধান্ত। আগে থেকে শান্ত টেস্ট আর ওয়ানডের অধিনায়ক ছিল৷ দুটো অধিনায়ক হতে পারত….তারপরও ওর যেটা ভালো মনে হয়েছে। কারণ সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে… সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে এক বছর পরেই, তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে… ঠিক পরিকল্পনা করেই আগাচ্ছে যে কী করা যায়। কারণ এখন সবচেয়ে জরুরি সামনের ৩ মাসের পারফরম্যান্স। দলকে সামঞ্জস্য অবস্থায় রাখতে পারলে ভালো কিছু একটা চিন্তা করা যেতে পারে। অধিনায়ক বদল বা খেলোয়াড় বদল নয়, পারফরম্যান্সটাই সবচেয়ে জরুরি।’
শ্রীলঙ্কা সিরিজে দলের কাছ থেকে নিজের প্রত্যাশা নিয়ে নান্নু বলেন, ‘আমার প্রত্যাশা এই সিরিজ থেকে ভালো কিছু শুরু করুক বাংলাদেশ। কারণ এই সিরিজটার আগে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশ দলকে নিয়ে। দলকে নিয়ে হয়েছে, বাইরে হয়েছে এবং ভেতরেও হয়েছে। তো সেই জায়গা থেকে ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্সটা দেবে এবং সেটা আমাদের ক্রিকেটকে আবারও একটা ভালো অবস্থান তৈরি করে দিবে।’
The post শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের টেস্ট জয়ের আশা দেখছেন না নান্নু appeared first on Bangladesher Khela.