জ্বরে ভুগছেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ও ওয়ানডে দলের নেতৃত্বভার পাওয়া মেহেদী মিরাজ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, মিরাজের শরীরের অবস্থা আগের চেয়ে ভালো। কিন্তু খেলতে পারবে কিনা বলার মতো ভালো নয়।
টেস্ট অধিনায়ক জানিয়েছেন, মিরাজের সুস্থ হয়ে ফেরার ওপর অনেক কিছু নির্ভর করছে। মিরাজ থাকলে কীভাবে একাদশ সমন্বয় করা হবে। না থাকলে একাদশ কেমন হবে এসব এখনো মিরাজের ওপর নির্ভর করছে। তবে ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার মিরাজ ফিরলে ভালো সমন্বয় নিয়ে প্রথম টেস্টে নামতে পারবেন বলে মন্তব্য করেছেন শান্ত।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো সে পর্যবেক্ষণে রয়েছে। অনেক কিছু তার ওপর নির্ভর করছে। কালকের একাদশ কেমন হবে সেটাও একটা চিন্তার কারণ। সত্যি বলতে সে এখনো (খেলার মতো) সুস্থ নয়। সে সুস্থ হয়ে গেলে আমরা ভালো সমন্বয় নিয়ে খেলতে পারবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটা টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও বেশ পুরনো স্মৃতি। তবে সাম্প্রতিক সময়ে কিছু টেস্টে ভালো খেলেছে বাংলাদেশ। ড্র হয়েছে, হারলেও লড়াই করেছে। গল টেস্ট দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা ইতিবাচকভাবে শুরু করতে চান শান্ত।
টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিবাচকভাবে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি, এবারের যাত্রা খুব ভালোভাবে শুরু করতে পারবো। শ্রীলঙ্কায় আমাদের ভালো স্মৃতি আছে, যা সহায়তা করবে। তবে প্রতিটি সিরিজই নতুন শুরু। টপ অর্ডারের দায়িত্ব থাকবে দলকে ভালো শুরু এনে দেওয়া। আমাদের দলটা ভালো, বিশেষ কিছু করার তাই দারুণ একটা সুযোগ।’
ওই সুযোগ নিতে স্পিন চ্যালেঞ্জ উৎরাতে হবে বাংলাদেশের। শ্রীলঙ্কার ক্যান্ডির উইকেট ব্যাটিং বান্ধব হলেও গলের উইকেটে স্পিন ধরে। শান্ত মানছেন, স্পিন একটা চ্যালেঞ্জ হবে। তবে প্রথম দুই-তিনদিন ভালো ব্যাটিং করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি, ‘এখানে স্পিনাররা অনেক উইকেট পান। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে প্রথম দুই-তিনদিন অনেক রান হয়, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে।’
খুলনা গেজেট/এমএম
The post মিরাজের ওপর অনেক কিছু নির্ভর করছে: শান্ত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.