রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ হোসেন (৪০) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই সাজা প্রদান করেন। দন্ডিত ফিরোজ উপজেলার কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, মাদক সেবনের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলার কুজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের পশ্চিম পার্শ্বে গাঁজা সেবনরত অবস্থায় ফিরোজকে হাতে নাতে ধরা হয়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিানশ্রম কারাদণ্ড এবং আরও একশত টাকা জরিমানা করা হয়েছে। রাণীনগর অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান জানান, দণ্ডিত ফিরোজকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
The post রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড appeared first on সোনালী সংবাদ.