গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, ততদিন দেশে কোনো নির্বাচন হবে না।

সোমবার (১৬ জুন) রাতে পটুয়াখালী শহরের নতুন বাজারে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নুর বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে।

তিনি আরও জানান, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবার পরই যেনো ভোটের আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এএজে

The post ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.