যে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের উপর আগ্রাসন চালানো কেবল অযৌক্তিক ও অমানবিকই নহে, বরং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি। অতীতে প্রায়শই দেখা গিয়াছে যে, যুদ্ধের পূর্বে পরাশক্তিগুলি এক দেশকে পরমাণু অস্ত্রের অধিকারী হইতে দেওয়া হইবে না বলিয়া হুংকার ছাড়িলেও, যুদ্ধের মূল লক্ষ্য শেষ পর্যন্ত ‘রিজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনে রূপান্তরিত হয়। এই দ্বৈতনীতি অত্যন্ত বিস্ময়কর। একদিকে, যেই সকল দেশের… বিস্তারিত