একটা ঘটনা খুব মনে পড়ে। তখন অষ্টম শ্রেণিতে পড়ি। তখনো ফ্রক পরি, যদিও বান্ধবীদের মধ্যে অনেকেই থ্রি-পিস পরা শুরু করেছে। একদিন একটি দোকানে সুন্দর সাদা একটা থ্রি-পিস পছন্দ হয়ে গেল। রাতে মাকে বললাম কিনে দিতে।