মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

রাতের আঁধারে জমি দখলে বাধা দেয়ায় একই পরিবারের তিন গৃহবধূকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে দু’জনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের পূর্ব ভোঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহরা হলেন- ওই গ্রামের বাসিন্দা রাজিব আকনের স্ত্রী হাজেরা বেগম (৩০), মিলন আকনের স্ত্রী সিমা বেগম (৩০) ও জাকির আকনের স্ত্রী কহিনুর বেগম। আহতরা সম্পর্কে ‘জা’ হন।
এদের মধ্যে হাজেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছেন স্বজনরা। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলার ঘটনা মৌখিকভাবে শুনেছি।
ভুক্তভোগীদের থানায় মামলা করার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত হাজেরা বেগমের স্বামী রাজিব আকন জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে জমি নিয়ে তাদের আকন পরিবার ও পার্শ্ববর্তী বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
এর ধারাবাহিকতায় রোববার রাত ১০টার দিকে প্রতিপক্ষের মৃত নাজেম আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস ও ফারুক বিশ্বাস তাদের পরিবারের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায়। এতে বাধা দেন আকন পরিবারের তিন গৃহবধূ। এসময় ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করে বিশ্বাস পরিবারের লোকেরা। তারা এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে ওই তিনজনকে।
রাজিব আকনের অভিযোগ, লিটন ও ফারুক বিশ্বাসের নেতৃত্বে বারেক বিশ্বাস, তার স্ত্রী তাসলিমা বেগম, লিটনের স্ত্রী তানিয়া বেগম, নূর বিশ্বাসের ছেলে রিয়াদ ও রিফাত বিশ্বাস, স্ত্রী রিনা বেগম, হযরত আলী বিশ্বাসের ছেলে আলাউদ্দিন বিশ্বাস, ঘেসু বিশ্বাস, মাইদুল বিশ্বাস এবং মেয়ে রেশমা বিশ্বাসসহ অন্তত ২০-২৫ জন মিলে আকন পরিবারের তিন গৃহবধূর ওপর হামলা করে।
এদিকে হামলাকারি লিটন বিশ্বাস হচ্ছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব বিশ্বাসের চাচা। তারা এতদিন আওয়ামীলীগের রাজনীতি করলেও ৫ আগষ্টের পর ভাইর ছেলে সজিব বিশ্বাসের ছত্রছায়ায় চলে যান।
এমনকি লিটন বিশ্বাস সম্প্রতি তার মাকে লাঞ্চিত করে। সেসময় মসজিদের ইমাম আবু বাকের সিদ্দিক এই ঘটনার প্রতিবাদ করলে। লিটন বিশ্বাস ইমামকে বেশ করেকটি থাপ্পর মেরে লাঞ্চিত করেন বলে অভিযোগ করেন ইমাম আবু বাকের সিদ্দিক।
মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, জমি দখল নিয়ে তিন গৃহবধূর ওপর হামলার খবর পেয়েছি। আহতদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা মৌখিক অভিযোগ দিয়েছে। তাদেরকে থানায় মামলা করতে বলা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post আন্দারমানিকে সন্ত্রাসী হামলায় তিন গৃহবধু আহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.