মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে সাগর মাল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে তিনি স্ত্রী ও বোনকে খুদেবার্তা পাঠিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাগর মাল ওই গ্রামের মৃত শাহজাহান মালের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরি করায় সাগর স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই থাকতেন। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে এক বোনের বাড়ি থেকে আরেক বোনের বাড়ির উদ্দেশে রওনা দেন। 

কিন্তু দুপুরের পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে তাঁদের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মরদেহ উদ্ধারের পর তাঁর বোন সখিনা বেগম মোবাইল ফোনে খুদেবার্তা দেখতে পান। একই বার্তা সাগরের স্ত্রীকেও পাঠানো হয়েছিল বলে জানান তিনি। বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য দোয়া করবা।’

সখিনা বেগম আরও জানান, তার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধ ছিল না। ঘটনার দিন সকালে স্ত্রীর সঙ্গে কয়েকবার ফোনে কথাও বলেন সাগর। সম্ভবত পারিবারিক অভিমান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।

মুলাদী থানার পরিদর্শক মো. মমিন উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post বরিশালে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.