যে মুহূর্তে দেশ ও সমাজ সত্যিকারের পরিবর্তন ও নতুন এক জামানায় প্রবেশের অপেক্ষায়, ‘বড়দের’ নতুন রাজনীতি এবং ‘ছোটদের’ রাজনৈতিক ভাবনার মধ্যে তখন ব্যাপক ফারাক। তরুণদের ঘাটতি অভিজ্ঞতায় আর অনেক জ্যেষ্ঠ রাজনীতিকের সমস্যা পরের প্রজন্মকে না বোঝার বা না মানার।