ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে সাবেক ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাদিউল বাশার সুমনের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিতে এই মিছিলের আয়োজন করেন।
গত সোমবার উচাখিলা ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে সুমনের নেতৃত্বে বিশাল জনসমাবেশ ঘটে। সম্মেলন স্থল সেজেছিল নতুন সাজে—ডিজিটাল ব্যানার, ফেস্টুন, তোরণ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়ার বড় বড় ছবিতে সজ্জিত ছিল উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও আশেপাশের সড়ক।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়, যার ফলে ১০ বছর পর চাঙ্গা হয়েছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপুসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
The post ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে সুমনের নেতৃত্বে বিশাল মিছিল appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.