একবার সাইকেলের আবদার করি। কয়েক দিনের মধ্যেই বাবা মুখে স্নিগ্ধ হাসি নিয়ে হাতে তুলে দিয়েছিলেন সাইকেল। জানি না কীভাবে মেলাচ্ছিলেন খরচের হিসাব। শুধু জানি, আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তিনি কোনো দিন পিছপা হননি। সেই সাইকেলে চেপে গফরগাঁও সরকারি কলেজে গিয়ে উচ্চমাধ্যমিক শেষ করি।