২০১৩ সালটা নাজমুল হোসেন শান্ত’র জন্য ছিল স্মরণীয় বছর। বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। তবে সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১৮ মাস পর মঙ্গলবার ( ১৭ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা ঝেড়ে ফেলেছেন।

লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।

বিস্তারিত আসছে…

খুলনা গেজেট/এএজে

The post দেড় বছর পর টেস্টে শান্ত’র সেঞ্চুরি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.