পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। সোমবার সকাল ৭টার দিকে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরের শেষ বয়ার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রলারে থাকা ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ডুবে যাওয়া ট্রলার, মাছ ও জাল হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মালিক।জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মোশাররফ প্যাদার মালিকানাধীন ট্রলারটি এক সপ্তাহ আগে মাছ ধরতে সাগরে গিয়েছিল। ৮ হাজার পিস মাছ নিয়ে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।

সঙ্গে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ডুবে যাওয়া ট্রলার, মাছ ও মালামাল উদ্ধার করা যায়নি।এ প্রসঙ্গে জানতে ট্রলারের মালিক মোশাররফ প্যাদার মোবাইলে ফোন করলে তার ভাই মোতালেব প্যাদা কল রিসিভ করে এসব তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।

The post সাগরে মাছভর্তি ট্রলারডুবি, প্রাণে বেঁচে গেলেন ১২ জেলে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.