গত ২৮ ও ২৯ মে এবং ১ ও ৫ জুন ভার্চ্যুয়ালি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে সারা দেশের অসংখ্য বন্ধু অংশগ্রহণ করেন। ‘ফিচার’, ‘কবিতা’, ‘ গল্প’ ও ‘সংবাদ’— এ চার বিষয়ের ওপর চার পর্বে প্রশিক্ষণ দেন যথাক্রমে প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন, কবি কামরুজ্জামান কামু, কথাসাহিত্যিক মোহিত কামাল এবং প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ।