বর্ষাকালে বড়শি পেতে নদের পাড়ে বসে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। কোনোদিন শোল মাছ, কোনোদিন ট্যাংরা কিংবা পুঁটিমাছ ধরার আনন্দই ছিল আলাদা। বর্ষা শেষে পানি কমে গেলে গ্রামের ছেলেরা সব দল বেঁধে পলো নিয়ে নদীতে যেতাম মাছ ধরতে। কাদা মেখে, হাসি-ঠাট্টা করে ফিরতাম হাতে মাছের ঝুড়ি নিয়ে। সেই মাছ দিয়ে মা রান্না করতেন ঝোল, খেতাম পরিবারের সবাই মিলে।