গল যেন মুশফিকুর রহিমের জন্য বরাবরই সৌভাগ্যের প্রতীক। ২০১৭ সালে এই মাঠেই বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির নজির গড়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সাত বছর পর সেই গলেই আরও একটি স্মরণীয় ইনিংস খেললেন তিনি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়ে তুললেন ২৪৭ রানের অনবদ্য জুটি, দুজনেই তুলে নিয়েছেন অপরাজিত সেঞ্চুরি।

দিন শেষে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকা মুশফিক সংবাদ সম্মেলনে এসে নিজের ইনিংস নিয়ে বললেন, ‘স্পেশাল কিছু না… তবে হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে। এখন সবকিছুই স্পেশাল মনে হয়। প্রতিটি সুযোগই কাজে লাগানোর চেষ্টা করি। অনেক সময় সফল হই, অনেক সময় হই না। কিন্তু চেষ্টা থাকে শতভাগ।’

শান্তর ইনিংস নিয়ে মুশফিকের ছিল অকুণ্ঠ প্রশংসা। তিনি বলেন, ‘শান্ত তো মাশাল্লাহ অনেকদিন ধরেই ভালো খেলছে। ওর ইনিংসটা ছিল দারুণ কন্ট্রোলড। এটাই টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যখন বড় ইনিংস খেলে, সেটাকে উদযাপন করতেই হয়। সিনিয়র ক্রিকেটার হিসেবে সেটা আমার দায়িত্ব।’

‘মিল্কশেক আর স্টেক খেয়ে সিনেমা দেখেছে, ফিরে এসে দারুণ বোলিং করেছে”মিল্কশেক আর স্টেক খেয়ে সিনেমা দেখেছে, ফিরে এসে দারুণ বোলিং করেছে’

শান্ত যখন সেঞ্চুরি পূর্ণ করেন, তখন মুশফিকের বাঁধনছাড়া উদযাপন অনেকের নজর কাড়ে। তবে সেই উদযাপন নিয়ে মুশফিক বললেন, ‘এটা খুব স্বাভাবিক। কেউ ভালো খেললে সেটা উদযাপন করাটাই স্বাভাবিক হওয়া উচিত।’

গলে তার ব্যাটিং রেকর্ডটাও নজরকাড়া। সর্বশেষ তিন ইনিংসে তার সংগ্রহ ৩১৯ রান, গড় ১০৬.৩৩। গল নিয়ে নিজের আবেগ বোঝাতে গিয়ে বললেন, ‘গল আমার কাছে সব সময়ই স্পেশাল। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলাম এখানে। তখন থেকেই বিশ্বাসটা তৈরি হয়েছিল যে টেস্টেও বড় রান করা যায়। এখন হয়তো কেউ আড়াইশ করবে, কেউ তিনশ। এই বিশ্বাসটা ছড়িয়ে দেওয়াটাই আমাদের দায়িত্ব।’

শেষে যোগ করলেন, ‘আমাদের একটা জেনারেশনকে কো স্টেপ বাই স্টেপ এগিয়ে নিতে হবে। সিনিয়র হিসেবে সামনে থেকে পথ দেখানো খুব গুরুত্বপূর্ণ।’

The post ক্যারিয়ারের শেষ পর্যায়ে তাই ‘সবকিছুই স্পেশাল’ মুশফিকের কাছে appeared first on Bangladesher Khela.