স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে মঙ্গলবার কারাতে টিমের বেল্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

কারাতে বেল্ট পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জাতীয় কারাতে রেফারী শেখ মাহমুদুন নবী তুষার ব্লাক বেল্ট ৪র্থ ড্যান (বিকেএফ রেজি নং- ২৭০) এবং সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, আসতাক আহাদ খান রোমেল,  ফরিদ হোসেন,  রুবেল খান ও শাহিনুরুল ইসলাম শাহিন।

উক্ত বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বেল্ট ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়।

উক্ত বেল্ট ও সনদপত্র বিরতণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং বরণ করে নেন।

এছাড়াও বেল্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাসান আলী।

The post রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট ও সনদপত্র বিতরণ সম্পন্ন appeared first on সোনালী সংবাদ.