চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যানচালক সিহাব (১৪) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের আফজাল হোসেন ওরফে আবজাল মণ্ডলের ছেলে আব্দুল হাকিম ওরফে হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের সালেক উদ্দিনের ছেলে সুজন আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাব্বর্তীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব চার্জারভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি বের হয়। রাতে সিহাব বাড়ি ফিরে না আসলে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের বাবা সাধারণ ডায়রি করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও সুজন আলীকে গ্রেপ্তার করে। তারা ৩১ আগস্ট পরিকল্পিতভাবে চার্জারভ্যানটি ভাড়া করে মাধাইপুর হতে যাতাহারায় নিয়ে যায়। ওই দিন রাত ৮ টার দিকে শ্বাসরোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে, পুলিশ সিহাবের মরদেহ উদ্ধার করে এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সিহাবের বাবা সাদিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি আরও জানান, একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে খালাস দেন আদালত।
The post চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে হত্যা, দুইজনের যাবজ্জীবন appeared first on সোনালী সংবাদ.