এবার সঘন মেঘমালায় ভেসে এসেছে আষাঢ়। সাগরে লঘুচাপ, আকাশ জুড়ে মৌসুমি বায়ুর দাপটে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। কোথাও রোদ্র-ছায়ার লুকোচুরি আবার কোথাও অঝোরধারায় বারিপাত। কয়েক দিন তাতানো রোদ্দুর আর ওষ্ঠাগত গরমের পর এই বর্ষণ স্বস্তি এনেছে জনপদগুলোতে। রাজধানী ঢাকায়ও গরম কমেছে। দিনে দিনে বাড়ছে বর্ষা। গতকাল ঢাকায় ছয় ঘণ্টায় ঝরেছে ২৭ মিলিমিটার বৃষ্টি।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বর্ষাবাহী আষাঢ়ষ্য মৌসুমি বায়ু প্রায়… বিস্তারিত