আজ আর কিছু লিখতে চাই না,
শুধু এই অলসতায় ডুবে থাকতে চাই,
খোলা জানালায় শাড়ির আঁচলের মতো বাতাস,
একটু স্নান সেরে আসা রোদ,
পথঘাটে ঘুরে বেড়ানো নিঃশব্দ কাকের দল,
আর আমি—
যার আজ কিছুই করার নেই।