প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৯:১৬ পি.এম
ডোমারের জোড়াবাড়ীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এছাড়া ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), মোঃ মাসুদ বিন আমিন সুমন, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসমাবেশে উপস্থিত ছিলেন।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024