২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছিল। সময়ের হিসাব করলে যা ২৫ বছরে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সভাপতি। গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর এবার টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনের কথা ভেবেছে ক্রিকেট বোর্ড।
টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।
বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন এই বিশেষ উদ্যেগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।
খুলনা গেজেট/এনএম
The post টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষ্যে বিসিবির বিশেষ উদ্যোগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.